
আমি একজন ফুটবল খেলার ভক্ত। আমি ফুটবল খেলাটা ভালবাসি। অনেকের খেলাই আমার কাছে ভাল লাগে। বর্তমান সময়ের স্টারদের মধ্যে নেইমার,মেসি,ক্রিস্চিয়ানো রোনালদো,লুকামদরিচ ছাড়াও আরও অনেক নতুন খেলোয়াড় আছে যাদের খেলা ভাল লাগে যেমন ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, দিবালা,সালাহ,সাদিও মানে সহ আরও অনেক আছে।
কিন্তু যাদের খেলা দেখে ফুটবল খেলার ভক্ত হয়েছি তাদের মধ্যে আছেন রোনালদো,রিভালদো,কাফু,রবার্ত কার্লস,রোনালদিনহো,বাতিস্তুতা,রিকুয়েলমি সহ আরও অনেক খেলোয়াড়।
ছোট বেলা থেকে মুলত আমি ব্রাজিলের সাপোর্টার,কিন্তু তাই বলে অন্য কারও খেলা যে ভাল লাগে না তা কিন্তু নয়। বিশ্বকাপ, ফুটবলের সব থেকে বড় আসর,এখানে বিশ্বের সেরা ৩২টি দল অংশ গ্রহন করে তাদের খেলা প্রদর্শন করে। এখানে একেক জন একেক দল বা দেশ কে সাপোর্ট করে থাকে,আমিও তাই করি। তাই বলে কোন দল বা দেশ কে ছোট করে দেখি না। একেক জনের কাছে একেক জনের খেলা ভাল লাগে,সেটাই স্বাভাবিক তাই বলে অন্য জন যে খারাপ খেলে এইটা বলাটা কিন্তু ঠিক না।
কোন একটা টুর্নামেন্ট যখন আয়োজন করা হয় তখন একটা দলকে বিজয়ী ঘোষণা করা হয় খেলার মাধ্যমে। ১৯৩০ বিশ্বকাপ আয়োজনের শুরু থেকে এখন পর্যন্ত তাই ই হচ্ছে। কিন্তু এই একটা ট্রফি দিয়ে কোন নির্দিষ্ট দেশ বা খেলোয়ার কে মুল্যায়ল করা ঠিক না। কারণ প্রত্যেকটা খেলোয়াড় ই এখানে সেরা, সবাই তার নিজ নিজ জায়গায় অদ্বিতীয়। পেলে ম্যারাদোনা থেকে শুরু করে বর্তমান সময়ের মেসি নেইমার রোনালদো সবাই সেরা। সবার খেলাই আমাদের আনন্দ দেয়। এখানে কাউকে ছোট করে দেখার কোন সুযোগ নেই।
আমরা অনেকে ব্রাজিল অথবা আর্জেনটিনা সাপোর্ট করি,করতেই পারি তাতে কোন সমস্যা নেই কিন্তু এই সাপোর্টের নামে আমরা যখন অতিরঞ্জিত কিছু করি সেটা ঠিক না। আমাদের উচিত খেলা উপভোগ করা, কিন্তু তা না করে আমরা আর্জেন্টিনা ব্রাজিলের নামে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করি যেটা কাম্য নয়। দিন শেষে খেলোয়াড় রা তাদের জায়গায় কিন্তু ঠিক ই থাকবে মেসি নেইমার এমবাপ্পে একই দলে একই সাথে খেলবে, সেটা দেখেও আবার আমরাই হাততালি দিব।
তাই আমি ব্যাক্তিগত ভাবে যখন খেলা দেখি তখন অবশ্যই খেলা টা উপভোগ করার চেষ্টা করি। কারও গতি,কারও ড্রিবলিং,কারও ফ্রি কিক,কারও গোল করার দক্ষতা সব ই উপভোগ করি।
একজন খেলা প্রেমি হয়ে কোন নির্দিষ্ট দেশ কে নিয়ে মাতামাতি না করে খেলা উপভোগ করাই আমার কাছে মুখ্য বিষয়। কে কতটা ট্রফি পেল এটা মুখ্য না।
0 Comments